ভূমিকা - স্ক্র্যাচ প্রোগ্রামিং

|Nasir Khan Saikat

স্ক্র্যাচ একটি ব্লক ভিত্তিক ভিজ্যুয়াল প্রোগ্রামিং ভাষা, যা সব বয়সের মানুষের জন্য যৌক্তিক চিন্তার বিকাশ ও সৃজনশীল শিক্ষার জন্য একটি কার্যকরী মাধ্যম হিসেবে পরিচিত। বিশ্বের ২০০টির বেশি দেশে, বাংলাসহ ৭০টিও বেশি ভাষায় স্ক্র্যাচ ব্যবহৃত হচ্ছে।

প্রোগ্রামিং শিখে সবসময় কম্পিউটার বিজ্ঞানী হতে হবে এমন না! প্রোগ্রামিং হল কম্পিউটারকে দিয়ে কাজ করিয়ে নেয়ার পদ্ধতি। কম্পিউটার বড় সমস্যা বা কাজ ছোট ছোট ভাগে ভাগ করে এবং সেই ছোট ছোট কাজগুলো ধাপে ধাপে সমাধানের মাধ্যমেই বড় কাজটি সম্পন্ন করা হয়ে যায়। প্রোগ্রামিং শেখার মাধ্যমে আমরা পর্যায়ক্রমে এবং ধারাবাহিকভাবে কাজ করার বিষয়গুলো আয়ত্ত্ব করতে পারি।

যে কোন একটি কাজ প্রোগ্রাম লিখে সমাধান করার জন্য কিভাবে চিন্তা করতে হবে এবং স্ক্র্যাচ ব্যবহার করে কিভাবে তা সমাধান করা যাবে তা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো। একটি প্রোগ্রামিং সমস্যা একাধিক পদ্ধতিতে কিভাবে সমাধান করা যেতে পারে তার উদাহারণও দেখানো হবে। প্রথমে আমরা সাধারণ সহজ প্রোজেক্ট দিয়ে তৈরীর মাধ্যমে স্ক্র্যাচ শেখা শুরু করবো। ধিরে ধিরে আমরা বিভিন্ন এনিমেশন গল্প, সাইন্স প্রোজেক্ট, ও গেম তৈরীর প্র‌োজেক্টের উদাহারণ দেখবো। ড্রয়িং-ডিজাইন, অডিও রেকর্ড, ও প্রোগ্রামিং - এই সবগুলো কাজই স্ক্র্যাচের মাধ্যমে করা যায়। আমরা জটিল কিছু প্রোজেক্টও তৈরী করার চেষ্টা করবো। স্ক্র্যাচ রোবোটিক্স ও ড্রোন প্রোগ্রামিং-এর ক্ষেত্রেও ব্যবহার করা যায়। প্রথমিক বিষয়গুলো আয়ত্ত্ব করার পরে আমরা সেগুলো শেখার চেষ্টা করবো।

প্রোগ্রামিং একটি সৃজনশীল কাজ। নিজের কল্পনা ও চিন্তাগুলো প্রোগ্রামিং করে তৈরী করা সম্ভব। প্রতিদিনের অনেক কাজ আরও সহজেই করার উপায় হতে পারে প্রোগ্রামিং। এখানে আমরা প্রোগ্রামিং-এর মাধ্যমে নতুন কিছু তৈরী ও সেগুলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আনন্দকে প্রাধান্য দিতে চাই।

চ্যাটজিপিটি, ডিপসিক-সহ অন্যান্য আরও বিভিন্ন এআই ইঞ্জিনগুলোর জনপ্রিয়তার সাথে সাথে মনে হতে পারে যে প্রোগ্রামিং শেখার কোন দরকার নাই। মনে রাখতে হবে যে, মূল বিষয়ের জ্ঞান না থাকলে অপরের বলে দেয়া সমাধানগুলো সবসময় কাজে নাও লাগতে পারে। আর এই ইঞ্জিনগুলোও কিন্তু কেউ না কেউ তৈরী করছে, প্রোগ্রামিং করেই।

;