সবুজ ও লাল পতাকার মাধ্যমে নিয়ন্ত্রণ

সবুজ ও লাল পতাকার মাধ্যমে নিয়ন্ত্রণ

আমাদের তৈরী স্ক্র্যাচের প্রথম প্রোগ্রামে আমরা একটি “গতি (Motion)” ব্লক ব্যবহার করেছিলাম। সেই উদাহারণে প্রোগ্রামে আমরা যদি ব্লকটি ক্লিক করি তবে সেটি কিছুটা সামনের দিকে আগাচ্ছিল।

আমাদের প্রথম প্রোগ্রাম বলেই আমরা চেষ্টা করেছি সব থেকে সহজে এবং সব থেকে কম কোড ব্লক ব্যবহার করে একটি প্রোগ্রাম তৈরী করতে। ধিরে ধিরে আমরা আরও বড় ও জটিল প্রোগ্রাম তৈরী করবো। এই ধরনের প্রোগ্রাম বলতে বিভিন্ন ধরনের বা কাজের অনেকগুলো ব্লক ব্যবহার করে প্রোগ্রাম তৈরী করা বুঝানো হয়েছে।

স্ক্র্যাচ দিয়ে প্রোগ্রাম তৈরীর তৈরীর সময় বিভিন্ন ব্লক একটির সাথে অপরটি যুক্ত করতে হয় এবং ব্লকগুলো ধারাবাহিকভাবে একটি বিভিন্ন শর্ত মেনে একটির পর একটি কাজ করে থাকে।

একটি প্রোগ্রাম চালু করা ও বন্ধ করার জন্য স্ক্র্যাচ এডিটরে আলাদা দুটি বাটন আছে। একটি সবুজ পতাকা বাটন এবং অপটি লাল রঙের বাটন । রাস্তার ট্রাফিক সিগনালের মতই সবুজ বাটনটি হল চলার সংকেত এবং লাল বাটনটি হলো থামার সংকেত।

স্ক্র্যাচ এডিটর থেকে এই বাটনগুলো ব্যবহার করে একটি প্রোগ্রাম চালু করা ও থামানোর কাজটি করা হয়ে থাকে।

Related Posts