আমার প্রথম প্রোগ্রাম

আমরা আগের অনুচ্ছেদগুলো থেকে স্ক্র্যাচ প্রোগ্রামিং, এডিটর এবং বিভিন্ন ব্লক সম্পর্কে জেনেছি। এই অংশে আমরা প্রথম স্ক্র্যাচ প্রোগ্রাম তৈরীর চেষ্টা করবো।
অন্যান্য জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলোর সাথে স্ক্র্যাচের বিশেষ পার্থক্য হলো এখানে টাইপ করে কোড লেখার পরিবর্তে বিভিন্ন ব্লকগুলো পরপর সাজিয়ে ও জোড়া দিয়ে প্রোগ্রাম তৈরী করতে হয়। অন্যান্য প্রোগ্রামিং ভাষাগুলোতে আমরা প্রথম প্রোগ্রামে স্ক্রিনে “Hello World” দেখানোর চেষ্টা করে থাকি।
স্ক্র্যাচ প্রোগ্রামিং-এ আমরা চেষ্টা করবো একটি মাত্র ব্লক ব্যবহার করে একটি প্রোগ্রাম তৈরী করতে।
নতুন প্রোগ্রাম তৈরীর জন্য আমরা স্ক্র্যাচ ওয়েবসাইট থেকে Create (তৈরী কর) বাটনে ক্লিক করে অথবা এই লিংকটি ( https://scratch.mit.edu/projects/editor ) সরাসরি ক্লিক করে স্ক্র্যাচ এডিটর ওপেন করবো। এডিটরটি চালু হলে আমরা নিচের ছবির মত বিড়ালের স্প্রাইটটি দেখতে পারবো।

এই স্প্রাইটটি নির্বাচিত থাকা অবস্থায় আমরা কোড ব্লক অংশ থেকে নীল রঙের move (10) steps ব্লকটি টেনে স্ক্রিপ্ট এরিয়াতে নিয়ে আসবো। এবার এই ব্লকটি মাউস দিয়ে ক্লিক করলে দেখা যাবে স্প্রাইটটি অল্প করে করে সামনে আগাচ্ছে।
.png)
ব্লকটি স্ক্রিপ্টিং এরিয়াতে নিয়ে আসলে নিচের স্ক্রিনশট ছবিটির মত দেখা যাবে। এখানে কোড এরিয়া নীল রঙের ব্লকে ক্লিক করলে স্টেজ এরিয়ার অংশে বিড়ালের স্প্রাইটি সামনে (ডানে) আগাবে।

এই একটি ব্লক দিয়েই আমরা তৈরী করে ফেললাম স্ক্র্যাচের প্রথম প্রোগ্রাম। এই প্রোগ্রামের ব্লকটির সাথে আমরা আরও নানা কাজের ব্লক যুক্ত করে আরও নতুন প্রোগ্রাম তৈরী করতে পারবো।